বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বছরের শেষ দিনে লিমির দুই গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আজ আই টিউনসের ব্যানারে প্রকাশিত হচ্ছে সঙ্গীতশিল্পী লুবনা ইয়াসমিন লিমির ‘দূষণ’ ও ‘চুপকথা’ শিরোনামে দুটি গান। ‘দূষণ’ গানটির সঙ্গীতায়োজন করেছেন সেতু চৌধুরী ও ‘চুপকথা’ গানটির সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। গান দু’টির রচনা ও সুর শিল্পীর নিজের করা। গানগুলো সম্পর্কে লিমি বলেন, ‘দূষণ গানটি মূলত সময়ের বিবর্তনে আমাদের পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবর্তনগুলো নিয়ে লিখা হয়েছে। ভালোবাসার কথা দিয়ে পরিবর্তন তুলে ধরা হয়েছে গানটিতে। আর ‘চুপকথা’ গানটি গল্পভিত্তিক একটা গান। আশা করছি প্রকাশের পর দর্শকদের ভালো রেসপন্স পাবো।’ সম্প্রতি লিমির সংবিধান জটিলতা গানটি প্রকাশ পেয়েছে। লিমির এ পর্যন্ত তিনটি অ্যালবাম প্রকাশ হয়েছে। প্রথমটি সত্যি বলছি ৬, দ্বিতীয়টি একটুখানি ঘুম ও তৃতীয়টি ‘গান, গল্প ও ভালোবাসা’। উল্লেখ্য, ২০১২ সালে রিলিজ পায় তার প্রথম একক অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’। অ্যালবামটিতে মোট ছয়টি গান রয়েছে। গানগুলো লিখেছেন ও সুর করেছেন লিমি নিজেই। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন তানভীর আলম সজীব। দ্বিতীয় অ্যালবাম একটুখানি ঘুমে ভারতীয় সঙ্গীতশিল্পী নচিকেতার লিখা, সুর ও সঙ্গীতায়োজনে দুটি গান করেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন