মা হচ্ছে আমার সর্ব সুখের মূল। আমার সকল কাজে আমি মায়ের ছায়া দেখি। ছোট বেলায় যখন স্কুলে যেতাম মা আমাকে নাস্তা খাইয়ে স্কুলে নিয়ে যেতেন। আমার পড়ার সময় সর্বক্ষণ তিনি আমার দিকে লক্ষ্য রাখতেন। মাকে এখন আমি আর পাই না। কি এক অসুখে তিনি ঐ বাঁশ বাগানে ঘুমিয়ে আছেন। আমি মাঝেমধ্যে ডাকি তিনি চুপ থাকেন। মা দিবসে তাই মাকে খুব মিস করি।
নুর জাহান নুরী
মতলব, কুমিল্লা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন