শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ কেজী গাঁজাসহ ফিরোজ (৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৩’শ ফুট সড়কের বালু নদীর ব্রিজ থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ গাজীপুর জেলার পূবাইল এলাকার আব্দুল মালেকের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজী গাঁজাসহ ফিরোজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)