মোটর মালিক-শ্রমিক দ্বন্দ্বে দ্বিতীয় দিন আজ শনিবারও নওগাঁ জেলার সব রুটে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ফলে বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে যাত্রীরা অটোরিকশা ও ব্যাটারি চালিত গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
এর আগে শুক্রবার সকাল থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্দেশে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করা হয়।
যাত্রীরা বলছেন, তাদের গন্তব্যে পৌঁছাতে আগের চেয়ে ২০/৩০ টাকা বাড়তি গুণতে হচ্ছে। আবার ভোগান্তিতেও পড়তে হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন