চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুরে ৭৫তম ইছালে ছাওয়াব মাহফিল ইসলামপুর দরবার শরীফ সংলগ্ন শাহ ইয়াছিন (রহ.) ফাজিল মাদরাসা ময়দানে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন। প্রধান অতিথি থাকবেন ফুরফুরা শরীফের পীরে কামেল আলহাজ আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল-কোরাইশী।
১ম দিন বৃহস্পতিবার ওয়াজ করবেন, ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. ছালেহ। রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসাইন। নারায়ণগঞ্জের তল্লা জামে মসজিদের খতীব মাওলানা মাহবুবুর রহমান।
২য় দিন শুক্রবার ওয়াজ করবেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ড. এ কে এম মাহবুুবুর রহমান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা পীরজাদা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি ড. আনোয়ার হোসাইন সাইফী, ঢাকা। কুমিল্লা শাষণগাছা ওয়াপদা জামে মসজিদের খতীব মাওলানা বেলাল হোছাইন চিশতী। কক্সবাজার আদর্শ কামিল মাদরাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা তানভীর আহমেদ।
পবিত্র কুরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত কারী হাফেজ রিফাত বিন আব্দুর রশিদ। এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মো. জোবায়ের হোসাইন ও মাওলানা মো. আবু জাফর সকল দ্বীনদার মুসলমান ভাইদের মাহফিলে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন