চলচ্চিত্র সমালোচক রাজিব মাসান্দের উদ্যোগে এক গোল টেবিল বৈঠকে অভিনেত্রী রানি মুখার্জি # মি টু আন্দোলন নিয়ে মন্তব্য করে সোশাল মিডিয়াতে এক বেকায়দা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, “আমার মনে হয় একজন নারী হিসেবে আপনাকে নিজের মধ্যেই শক্তিশালী হতে হবে, বিশ্বাস করতে হবে এমন পরিস্থিতিতে পড়লে আপনাকে আপনি এতোটাই শক্তিশালী যে আপনার হামলাকারীকে ‘ভাগো’ বলার সাহস আছে আপনার। আমার মনে হয় নিজেকে রক্ষা করার সাহস রাখতে হবে আপনাকে। নিজের দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে।” যৌন হয়রানি, স্বজনপ্রীতি আর শ্রমিকের অধিকার নিয়ে কঙ্গনা রানৌতের সাহসী অবস্থান সবার জানা, তিনি এসব বিষয় নিয়ে এর আগে অনেকবার মন্তব্য করেছেন। রানির মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ আমি এর আগে এ নিয়ে কথা বলেছি। আমাদের সমাজে এমন নারী যাদের ক্ষমতায়ন আর সহযোগিতা প্রয়োজন। আবার রানি ল²ীবাইয়ের মত নারীও আছে। শক্তিশালী নারীদের নিরুৎসাহিত করা অনুচিত। প্রথম পুলিশে এমন অভিযোগ করার সময় আমার বয়স ছিল মাত্র ১৬। তাই যারা নিজেদের হয়ে লড়ার জন্য পদক্ষেপ নেয় তাদের উৎসাহিত করা দরকার।” শিশুদের যৌন হয়রানি নিয়ে কঙ্গনা বলেন, “আমি যেমন আগেই বলেছি, যাদের দরকার তাদের ক্ষমতায়ন করতেই হবে। তবে সবার হয়তো তা প্রয়োজন নেই। অনেকে অন্যদের ক্ষমতায়নে সাহায্য করতে পারে। অনেকে হল, দানকারী।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন