বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : বিয়ের সুন্নত তরিকা নিয়ে বিস্তারিত জানতে চাই।

মো. আব্দুল কাদির
জগন্নাথপুর, সুনামগঞ্জ।

প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:১৯ এএম

উত্তর : বিয়েতে প্রস্তাব দেয়া ও কবুল করা। দেনমোহর নির্ধারিত করা এবং কমপক্ষে দু’জন সাক্ষীর সামনে এ বন্ধনটি হওয়া। সম্ভব হলে ছেলে বিয়ের পর নিজ লোকজনকে একবেলা খানা খাওয়ানো। এ পর্যন্তই বিয়ের আনুষ্ঠানিকতা। এর বাইরে আর কিছুই শরিয়তের বিধান নয়। কোনো গুনাহের কাজ তো সমর্থন করার প্রশ্নই উঠে না। প্রয়োজনের বাইরে জরুরি কাজেও অপচয় করা, মেয়ের বাবার ওপর কোনো আর্থিক চাপ, সামাজিকতার চাপ ইসলামী বিয়েকে কলুষিত করে। দেশীয় অপসংস্কৃতি কিংবা বিধর্মীদের কালচার বিয়েকে অভিশপ্ত করে। সুন্নত তরিকার বিয়ে খুবই সহজ। কোনো ভালো আলেমের কাছ থেকে জেনে নিন। একখানা হাদিস মনে রাখবেন, নবী করিম (সা.) বলেছেন, সবচেয়ে বেশি বরকত সেই বিয়ে হয়, যাতে খরচের চাপ সবচেয়ে কম থাকে।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মোঃ আব্দুল কাদির ১০ জানুয়ারি, ২০১৯, ১২:২৯ এএম says : 0
ধন্যবাদ ইনকিলাব পরিবারকে
Total Reply(0)
Md Rayhan hossain ২০ অক্টোবর, ২০১৯, ১০:৪৩ পিএম says : 0
আস্সালামুআলাইকুম,, আমার নাম রাইহান, আমি আমার পরিবারের সবচাইতে ছোট সন্তান।আমি একটি মেয়েকে খুই পছন্দ করি এবং তাকে বিয়েও করতে চাই এবং মেয়েটিও এ বিষয়ে একমত,,আমি মেয়েটিকে সর্বদা নামাজের আদেশ দেই এবং ইসলাম সম্পর্কে ভালো কিছু শিক্ষা দেই, এবং সে আমার আদেশ পালন করে এবং নামাজও পড়ে আমাকে ফোন করে ফজরের সময় জাগিয়ে দেয়( সাধারনত প্রেমের ক্ষেত্রে তরুন তরুনিদের বেশির ভাগই শারিরিক সম্পর্ক এবং এক সাথে মেলা মেসা হাটা চলা ইত্যাদি হয়ে থাকে,) কিন্তু আমাদের মাঝে এমন কিছুই ঘটে নি। মেয়েটির সাথে আমার সম্পর্ক মাধ্যমিক স্কুল থেকে,, আমরা একে অপরের সাথে ফোনে কথা বলি। চাইলেও কেউ কারোর সামনে এখন যেতে পারি না। এখানে মূল বিষয়টি হচ্ছে,আমি যাকে পছন্দ করে বিয়ে করতে চাই আমার বাবা বা আমার পরিবার তাতে রাজি নন। তারা চায় তারা নিজে একটি মেয়ে পছন্দ করবে এবং আমাকে তাকে বিয়ে করতে হবে,,,আমার পছন্দের কোর দাম নেই এখানে,,,এবং তারা চায় আমার বিয়েটা ধুম ধাম মানে নাচ গান ইত্যাদির মাধ্যমে ঝমজমাট করে করতে,,কিন্তু আমি এসব কিছু পছন্দ করি না।এবং আমি চাই আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে। এখন আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে পালিয়ে বিয়ে ব্যতিত কোন রাস্তা খুজে পাচ্চি না,,,আর ইসলামেও পালিয়ে বিয়ে নিষদ্ধ করা হয়েছে।আর আমি যদি পালিয়ে বিয়ে করি আমার বাবা মার মনেও কষ্ট যাবে।।কিন্তু আমি মনে করি আমি যাকে ভালোবাসি তাকে পেলেই আমি সুখি হবো,এবং তাকেই আমি বিয়ে করতে চাই। আমার এই সমস্যার জন্য কোরআন হাদিস অনুসারে এমন কোন সমাধান আছে কি,, যেন আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারি।
Total Reply(0)
গোলাম সারোয়ার খান ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০১ পিএম says : 0
. جزاك الله خيرا في الدنيا والاخره
Total Reply(0)
তাওহীদ ১৯ মার্চ, ২০২২, ১২:৫৬ পিএম says : 0
বর্তমানে সমাজের যে উঠিয়ে আনার রীতি। এটা না করলে কি কোন সমস্যা হবে?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন