শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাকুন্দিয়ায় সৈয়দ আশরাফের কুলখানি অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধায় পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ কুলখানি। নূর মোহাম্মদ সমর্থক গোষ্ঠী পাকুন্দিয়া শাখার আয়োজনে এ কুলখানিতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানিতে তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নূর মোহাম্মদ সমর্থক গোষ্ঠী পাকুন্দিয়া শাখার সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানের শুরুতে সৈয়দ আশরাফুল ইসলামের কর্মজীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন, পাকুন্দিয়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, পাকুন্দিয়া মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন