রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পাচ্ছে না রোগীরা

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১:৩৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলোতে সেবা পাচ্ছে না রোগীরা। হাসপাতালে শিশুদের জন্য টিকা নিতে আসা অভিভাবকদের কাছ থেকে এসব অভিযোগ পাওয়া গেছে। ঘাঘর থেকে সোহেল খন্দকার, জাঠিয়া থেকে গোবিন্দ, পিনজুরী থেকে ইমরান ও পবনারপাড় থেকে আসা শিশুদের বেস কয়েকজন অভিভাবকরা বলেন- এলাকায় টিকাদান কেন্দ্র কোথায় এবং কবে দেওয়া হবে আমরা কিছুই জানিনা, তারপরও এলাকায় গিয়ে কর্মীদের খোঁজ করি কিন্তু না পেয়ে বাচ্চাদের নিয়ে হাসপাতালে আসলে এখান থেকে বলা হয়, ডাক্তার নার্স কিছুই নেই, আপনারা এলাকায় যান, এভাবে ২/৩ দিন করে আসি, এখনও শিশুদের টিকা দিতে পারিনাই, এতে করে শিশুদের নিয়ে দুশ্চিন্তায় আছি। এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জরুরী বিভাগের ডাক্তার ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এ সময় অন্যান্য ডাক্তারদের কক্ষ তালাবন্ধ দেখা গেছে। অপর দিকে হাসপাতালের এক্সরে, ডেন্টাল ও চক্ষু বিভাগ প্রায়ই বন্ধ থাকে। চিকিৎসা নিতে আসা রোগীরা কখনই এ সকল বিভাগ থেকে চিকিৎসা পাচ্ছে না ফলে দূরদুরান্ত থেকে আসা রোগিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরকার স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার নির্দেশ দিলেও এখানকার জনসাধারন তার নূন্যতম কোন সুফল পাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মন্ডল বলেন- প্রত্যেক ইউনিয়নে সপ্তাহে ২দিন ৩জন করে এইচ-এ শিশুদের টিকা প্রদান করে রোগিরা হয়তো কেন্দ্র চিনে না, তাই অনেক সময় হাসপাতালে চলে আসে, তবে কেন্দ্রে গিয়ে নাম লেখাইয়ে টিকা নিলে ভালো হয়। আর সময় মত না দিতে পারলে তেমন কোন সমস্যা নাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন