শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাসিরনগরে নিখোঁজের একদিন পর নদীতে মিলল স্কুল শিক্ষকের লাশ

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ৮:৩৩ পিএম

নাসিরনগরের চাতলপাড়ে মেঘনা নদীতে পৌষ সংক্রান্তি উপলক্ষে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খন্ডখালীন শিক্ষক অজয় রায়ের(৩৩)মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার বিকালে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। অজয়ের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় মেঘনা নদীর তীরে। এর আগে মঙ্গলবার সকালে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়ির পার্শ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে যায়। নদীর পানিতে নামার পর পরই তলিয়ে যায়। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজনসহ এলাকাবাসী নদীতে বেড় জাল দিয়ে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন