বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ৩১তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ২০১৯ সালের প্রথম পরিবর্তন সাজানো হয়েছে ১৭টি পরিবেশনা দিয়ে। ইংরেজি নববর্ষের প্রথম মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে থার্টি ফাস্ট নাইট, মুক্তিযোদ্ধ, দেশাত্মবোধ ও ত্রিশ বিষয়ক কথা বার্তা প্রাধান্য পেয়েছে। পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরী করা হয়েছে ৪টি নতুন গান। দীর্ঘ বিরতীর পর পরিবর্তনের মাধ্যমে গানে ফিরবেন অসংখ্য জন প্রিয় গানের শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক আরফীন রুমি। গানটির কথা লিখেছেন গীতিকবি জাহিদ আকবর। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। সুজন আরিফ এর সুর ও সংগীত পরিচালনায় আর একটি গান গাইবেন এ প্রজন্মের শানিত কন্ঠের অধিকারী প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী সিঁথি সাহা। বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম লেখা ও সুরারোপিত বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে গানটির কথা ও সুর অবিকৃত রেখে সঙ্গীত পরিচালক জাহিদ বাসার পংঙ্কজ এর সঙ্গীতায়োজনে গানটি গাইবেন এ প্রজম্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলী আফরোজ। হাছন রাজার বহুল শ্রোতাপ্রিয় একটি গান সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো জাহিদ বাসার পংঙ্কজ এর সঙ্গীতায়োজনে কোটি কোটি মানুষের প্রিয় এই গানটি গাইবেন দুই প্রজম্মেও দুই কণ্ঠশিল্পী রেশাদ মাহমুদ ও লুবনা লিমি। বর্তমান সময়ের জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষের সাথে ফ্লাই ফারুকের পরিচালনায় সহশিল্পীদের নিয়ে নৃত্যপরিবেশন করবেন নৃত্যশিল্পী ফারুক ও মিম। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। বাংলাদেশের মানচিত্রে কোন জায়গায় কোন জেলা অবস্থিত তা সঠিকভাবে লেখাই এবারের প্রতিযোগিতার বিষয় । হজমআলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটাখাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে ইংরেজি নববর্ষের প্রথম মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে থার্টি ফাস্ট নাইট, দেশাত্মবোধ, অর্থনীতিতে কৃষকের অবদান, ফেইসবুকের অপব্যবহার, পরনিন্দা পরচর্চা, নতুন বই, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান, ভর্তিযুদ্ধ, ভেজাল, ঘুষ দুর্নীতি ও বিদেশী অপসংস্কৃতি চর্চা প্রাধান্য পেয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন