মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : ফিতরার টাকা দিয়ে কি ইছালে সওয়াব জলসায় শরিক হওয়া যাবে? একব্যক্তি নিজের টাকায় বাজারে একটি মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের দেয়ালে তার নাম খোদাই করে দেয়া হয়েছে। এ মসজিদে কি নামাজ পড়া যাবে?

আবু সাঈদ
ইমেইল থেকে।

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:১৩ এএম

উত্তর : ফিতরার টাকা একান্তভাবেই ফকির, মিসকিন ও এতিমদের হক। সরাসরি ফকরি মিসকিনের হাতে অথবা তাদের পক্ষ হতে গ্রহণকারী কোনো বিশ্বাসী কর্তৃপক্ষকেই তা দিতে। ইছালে সওয়াবের জলসায় দেয়া যাবে না। মসজিদের দাতা বা নির্মাতার নাম কোনো মসজিদে লেখা থাকলে এ মসজিদে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। অন্য মসজিদের মতোই এখানে নামাজ, তিলাওয়াত, জিকির, তালিম ইত্যাদি সব ইবাদতই করা যাবে।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শাহিদ ৩১ জানুয়ারি, ২০১৯, ৬:৪৭ পিএম says : 0
অজু বাঙ্গার কারণ কি কি আমি যদি অজু অবস্থায় খারাপ নজরে তাকাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে।। আমি যদি জামাতে জোহর বা আসর এর দুই রাকাতের পরে শরিক হই তাহলে কিভাবে পড়বো দুই জামাতে জবাবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন