উত্তর : ফিতরার টাকা একান্তভাবেই ফকির, মিসকিন ও এতিমদের হক। সরাসরি ফকরি মিসকিনের হাতে অথবা তাদের পক্ষ হতে গ্রহণকারী কোনো বিশ্বাসী কর্তৃপক্ষকেই তা দিতে। ইছালে সওয়াবের জলসায় দেয়া যাবে না। মসজিদের দাতা বা নির্মাতার নাম কোনো মসজিদে লেখা থাকলে এ মসজিদে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। অন্য মসজিদের মতোই এখানে নামাজ, তিলাওয়াত, জিকির, তালিম ইত্যাদি সব ইবাদতই করা যাবে।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন