শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ওলামা লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই-আওয়ামী লীগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:২৩ এএম

‘আওয়ামী ওলামা লীগ’ নামের সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। এ মুহূর্তে আওয়ামী লীগের এমন কোনো সহযোগী সংগঠন নেই। গতকাল সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘আওয়ামী ওলামা লীগ’-এর ব্যানারে একটি সংবাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ সংবাদে ‘আওয়ামী ওলামা লীগ’-এর বরাতে বিপিএল ক্রিকেট নিষিদ্ধের দাবি করা হয়েছে। আমরা অত্যন্ত স্পষ্টতার সঙ্গে বলতে চাই- আওয়ামী ওলামা লীগ নামে এ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আওয়ামী ওলামা লীগের নামে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। আমরা সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আওয়ামী ওলামা লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকান্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
রিদওয়ান বিবেক ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৭ এএম says : 0
তাহলে তাদের গ্রেপ্তার করে প্রমাণ করা হোক।
Total Reply(0)
নাম প্রকাশে অনিচ্ছুক ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৭ এএম says : 0
আওয়ামী লীগকে ধন্যবাদ দেশের জনগনের পালস বোঝার জন্য৷ যারা বাল্যবিবাহ সমর্থন করে বিবৃতি দেয়, সংখ্যালঘু সুরক্ষা আইন পাস না করার জন্য বলে, মেয়েদের খেলা নিষিদ্ধ করতে বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানাই। সরকার স্বউদ্যোগে আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে দেশ শান্তিতে থাকবে। আবারও দেশের শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগের থেকে যথাযথ পদক্ষেপ আশা করছি৷ তারা আওয়ামী লীগের কোনো সংগঠন নয় অথচ এই নামে রাজনীতি করছে। এদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থাও নেয়া উচিৎ বলে মনে করি।
Total Reply(0)
md younoch ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৭ এএম says : 0
যারা অাওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয় তারা লীগ শব্দ ব্যবহার করে করে কিভাবে? আর এদেশে কত জাতের যে লীগ আছে তার তালিকা লিখার চাইতে 'মহাভারত' নতুন করে লিখা অধিকতর সহজ হবে।
Total Reply(0)
রিপন ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৮ এএম says : 0
ওলামা লীগের ওলামাদের বিবৃতির অপেক্ষায় রইলাম ৷ সুবিধাবাদীরা এখন কি যে বলবে?
Total Reply(0)
রিপন ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৮ এএম says : 0
ওলামা লীগের ওলামাদের বিবৃতির অপেক্ষায় রইলাম ৷ সুবিধাবাদীরা এখন কি যে বলবে?
Total Reply(0)
আন্দালিব ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৮ এএম says : 0
এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সমুচিত শাস্তি দেওয়া হচ্ছেনা কেন?
Total Reply(0)
মানিক হায়দার ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৯ এএম says : 0
ওলামার সাথে সম্পর্ক না থাকলেও লীগের সাথে অবশ্যই সম্পর্ক আছে..!!
Total Reply(0)
Mahbub Alam ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৯ এএম says : 0
ভোট শেষ,আওয়ামীলীগের সাথে ওলামালীগের সম্পর্ক শেষ।আবার ভোট আসলে তখন নতুন করে সম্পর্ক হবে।অসুবিধার কিছু নাই। আওয়ামীলীগের স্বার্থে যখন কোন আঘাত আসে,তখন তারা তাদের অংগ সংগঠন গুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে,অথবা নেতা কর্মী কে বহিষ্কার করে।কিছুদিন পর আবার ঐসব নেতা কর্মীদের বুকে টেনে নেয়।এই হলো আওয়ামীলীগের চরিত্র।
Total Reply(0)
JP Shifat ২২ জানুয়ারি, ২০১৯, ১:৫০ এএম says : 0
ওলামা লীগের সাথে আওয়ামীলীগের কোনোদিন আপোষ হয়নি,ভবিষ্যতেও হবেনা।
Total Reply(0)
Md Maruf ২২ জানুয়ারি, ২০১৯, ১:৫০ এএম says : 0
আলেম ওলামারা আল্লাহওয়ালা লোক আল্লাহর রাস্তায় থাকবে দ্বীনের রাস্তায় থাকবে,মানুষকে সত্যের পথে ডাকবে তা না করে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে খাচ্ছে,কি করতে মন চায় এই লেবাজধারীদেরকে আপনারাই বলুন
Total Reply(0)
Md Mamun Khan ২২ জানুয়ারি, ২০১৯, ১:৫০ এএম says : 0
ওলামা লীগের এখন আর প্রয়োজন নেই স্বার্থ হাসিল হয়ে গেছে তাই এখন তাদের কোন কমিটি নেই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন