উত্তর : পশুর মাথা আলাদা হয়ে গেলে কোনো ক্ষতি নেই। তা নির্দ্বিধায় খাওয়া যায়। মুরগি জবেহ করার আগে বেঁধে রাখতে হয় না। যে কোনো সময় জবেহ করেই তা খাওয়া যায়। প্রয়োজনবশত, বেঁধে রাখতেও মানা নেই। দু’-এক বেলা খোঁয়াড়ে থাকা বা রশিতে বেঁধে রেখে মুরগির খাদ্যনালী, অন্ত্র বা পাকস্থলী কোনো দূষিত-নাপাক বস্তু থেকে পরিচ্ছন্ন করার রেওয়াজ গ্রামেগঞ্জে রয়েছে। প্রয়োজন ও রুচিবোধ থেকে এর রীতির সৃষ্টি। শরিয়ত পরিচ্ছন্নতা ও রুচিবোধকে নিরুৎসাহিত করে না।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মন্তব্য করুন