রাজধানীর খিলক্ষেত থেকে সেলিম ওরফে বৃষ্টি (৫০) নামে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃষ্টি রাজধানীর ভাটারা এলাকার বাসিন্দা।
খিলক্ষেত থানার ওসি (তদন্ত) এবিএম আসাদুজ্জামান জানান, বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পাশে ডোবা সংলগ্ন ঝোপঝাড় থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন