বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার দুই ছেলে। আকীকার জন্য দু’জনের জন্য চারটি ছাগল দিতে হবে? না একটি গরু দিলেই হবে?

মু. মশিউর রহমান
ইমেইল থেকে

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:২১ এএম

উত্তর : দুই ছেলের জন্য সংগতি থাকলে চারটি ছাগলই দিতে হবে। আকীকা একটি মুস্তাহসান আমল। এটি উম্মতের সকলে গুরুত্বসহকারে আমল করেছেন। তবে, যার সংগতি নেই তার জন্য এটি ওয়াজিব ফরজ নয়। গরু দিয়ে আকীকার কোনো নিয়ম দেখা যায় না। তবে, মুজতাহিদরা একটি নাম একটি ছাগলের মতো গণ্য করেন। যা কোরবানীর বেলায় প্রযোজ্য। আকীকার ক্ষেত্রে এ সুন্নাহ বা রীতি প্রযোজ্য কি না, এ নিয়ে ইমামদের মধ্যে যথেষ্ট ভিন্নমত রয়েছে। আমাদের মাজহাবে এবং উপমহাদেশীয় আলেমদের রীতিতে গরুর ৭ নামের মতো কোরবানীতে আকীকার আমলও পাওয়া যায়। যদি এই ইজতিহাদ গ্রহণ করেন, তাহলে কোরবানীর গরুতে চার ছাগলের নিয়ত করে আকীকা করতে পারেন। তবে, ছেলের বেলায় দু’টি প্রাণী, মেয়ের বেলায় একটি প্রাণী অর্থাৎ আলাদা আলাদা প্রাণী দেওয়াই অতীতের আমলে দেখা গেছে। কিন্তু ইজতেহাদের ফলে কোরবানীতে আকীকার নাম দেওয়া বহু আলেমের অনুমোদন করতে দেখা যায়। সুতরাং আপনি চেষ্টা করুন, সম্ভব হলে দুইছেলের পক্ষ থেকে চারটি ছাগল দিতে। কোরবানীর সাথে ছাড়া গরু দিলে আকীকা হবে বলে কোনা মত পাওয়া যায় না।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
hmmuhibbullh ৩০ জানুয়ারি, ২০১৯, ৩:৪৮ পিএম says : 0
Mufti saheb ja balesen valo muftir kase jiggasa karun pl
Total Reply(0)
md robiul ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৫৬ পিএম says : 0
very good
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন