শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শ্রীলংকার বিপক্ষে অজিদের রেকর্ড জুটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৩৮ পিএম

শ্রীলংকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান জো বার্নস ও ট্রাভিস হেড। ক্যানবেরাতে শুক্রবার থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন চতুর্থ উইকেটে ৩০৮ রানের জুটি গড়েন বার্নস ও হেড।
শ্রীলংকার বিপক্ষে যেকোন উইকেট জুটিতে অস্ট্রেলিয়ার আগের রেকর্ডটি ছিলো ২৬০ রানের। ১৯৮৯ সালে হোবার্টে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২৬০ রান করেন ডিন জোন্স ও স্টিভ ওয়াহ। ইনিংসে জোন্স ১১৮ ও ওয়াহ ১৩৪ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত দু’জনই অপরাজিত ছিলেন।
টেস্ট ক্রিকেটে যেকোন উইকেট জুটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ৪৫১। ১৯৩৪ সাালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ওই রান করেছিলেন বিল পন্সফোর্ড ও ডন ব্রাডম্যান। রেকর্ড জুটি গড়ার পথে পন্সফোর্ড ২৬৬ ও ব্রাডম্যান ২৪৪ রান করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন