টাঙ্গাইলের সখিপুরে শনিবার(০২.০২.১৯) ভোরে সখিপুর থানা পুলিশ উপজেলার বগাপ্রতিমা এলাকা থেকে মহিলা ইউপি সদস্য বাছিরন নেছা(৪০) কে ১৫ পুরিয়া হিরোইন সহ আটক করেছে। সে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের সংরক্ষিত মহিলা(৪,৫,৬নং ওয়ার্ড) ইউপি সদস্য এবং সানোয়ার হোসেনের স্ত্রী। সানোয়ার হোসেনও মাদক মামলায় কয়েকদিন পূর্বে গ্রেফতার হয়েছে। থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বগাপ্রতিমা এলাকা থেকে কয়েকটি মাদক মামলার আসামী ইউপি সদস্য বাছিরনকে ১৫পুরিয়া হিরোইন ও মাদক বিক্রির আড়াইহাজার টাকাসহ আটক করা হয় এবং গত রাতে তার নিকট থেকে মাদক ক্রেতা শিপন(৪০) কে আটক করা হয়। এ বিষয়ে সখিপুর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। সখিপুর থানার অফিসার ইন চার্জ(ওসি) মো.আমির হোসেন বলেন,মাদক ব্যবসায়ী ইউপি সদস্য বাছিরন নেছাকে শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তার স্বামী সানোয়ারও মাদক ব্যবসায়ী,তাকেও কয়েকদিন আগে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন