ভারতের সংসদে অন্তর্বতী বাজেটে রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য ৭৫০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে শুক্রবার এই বাজেটে ভারতের অন্তর্বর্তীকালীন অর্থমন্ত্রী পীযুষ গোয়েল রাষ্ট্রীয় গোকুল মিশন ঘোষণা করেন, যেখানে গরুদের সুরক্ষায় ৭৫০ কোটি রুপি বিনিয়োগ করা হবে। ভারতের সংসদে দাঁড়িয়ে পীযুষ গোয়েল ঘোষণা করেন, গত কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে যে পরিমাণে গোহত্যা ও তার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। তাই ভারতে গোমাতাদের রক্ষা করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সেকারণেই এই গোকুল মিশন। পীযুষ গোয়েল বলেন, গোমাতার সম্মান রক্ষা করতে এই সরকার কখনো পিছু হটবে না। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন