শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিহারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৪৬ এএম | আপডেট : ১১:১১ এএম, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

ভারতের বিহারে সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে সাতজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন ২৪ যাত্রী।

রোববার (০৩ ফেব্রুয়ারি) ভোরে রাজ্যটির বৈশালী জেলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি দেশের উত্তরপূর্ব শহর পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে বলে স্থানীয় সংবাদমাধ্যমে রিপোর্ট হয়েছে।

এ ঘটনায় জরুরি হেল্পলাইন চালু করেছে রেলমন্ত্রী পিয়ুস গোয়ালের কার্যালয়।

কার্যালয়টির টুইটার আইডিতে বলা হয়েছে, সীমাঞ্চল এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া নয়টি বগি উদ্ধারে অভিযান শুরু হয়ে গেছে। এছাড়া যাত্রীদের উদ্ধার এবং ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে।

ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার জানিয়েছেন, সীমাঞ্চল এক্সপ্রেসের একটি সাধারণ, একটি এসি (বি৩), তিনটি স্লিপারসহ (এস৮, এস৯ ও এস১০) নয়টি বগি লাইনচ্যূত হয়ে গেছে।

পার্শ্ববর্তী সনপুর এবং বরুনি থেকে ইতোমধ্যেই চিকিৎসক টিম পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন