শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩৮ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইট এ্যাঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। সংক্ষিপ্ত সমাবেশে রিজভী আহমেদ বলেন, ২৯ ডিসেম্বর পুলিশকে দিয়ে জনগণের ভোট লুট করিয়ে এখন প্রধানমন্ত্রী তাদের পদক দিচ্ছেন। জাতি, জনগণ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সাথে প্রধানমন্ত্রীর এটা শ্রেষ্ঠ তামাশা। দেশ এখন আদিম অন্ধকারে নিমজ্জিত। চারিদিকে ভীতি ও শংকা আসন গেড়ে বসেছে। দেশকে নিরংকুশভাবে হাতের কব্জায় নিতেই মহাভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে, আর সেজন্যই দেশের বিপুল জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে কয়েক মাস আগে মিথ্যা মামলায় আটক করে কারাগারে রাখা হয়েছে। বেগম জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার। অবিলম্বে বেগম জিয়াসহ সকল রাজবন্দীর নি:শর্ত মুক্তি দিতে হবে। মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার কন্ঠে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শফিউর রহমান ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:১২ পিএম says : 0
বেগম খালেদা জিয়া এ দেশের সংখা গরিষ্ট মানূষের নেত্রি । সে কাউর বড় কোন ক্ষতি করে নাই। ভুল ত্রুটি মানুষই করে । ৭৫ বৎসরের একজন মহিলাকে এভাবে কস্ট দেওয়াটাকি বুদ্দিমানের কাজ ? আমরাত এখন স্বাধীন দেশের মানুষ । আমি এদেশের একজন সাধারন নাগরিক হয়ে প্রধান মন্তির কাছে অনরোধ করবো দেশটাকে পরিপূর্নভাবে সামনের দিগে এগিয়ে নেবার জন্য খোলামনে আলোচনার মাধ্যমে সমস্ত কিছুর উর্ধে ওঠে ব্যাবস্হা গ্রহন করবেন। এতে আপনি সবার কাছে মহান হয়ে থাকবেন । কাউর পরামর্শ গ্রহন না করে আপনি এগিয় আসুন দেখবেন ‍আমরা কত বড় মহান জাতি হিসেবে দড়িয়ে গেছি । তাই অনুরোধ করবো বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে মোহানবতিতার পরিচয় দিবেন । তাতে দেশ ও দশের উপকার হবে । তখন কাউর উপর বরশা করে থাকতে হবেনা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন