শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাবনায় কথিত আন্তঃ জেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:১৩ পিএম

পাবনায় কথিত আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র- সরঞ্জাম উদ্ধার ও একটি কালো রঙের মাইক্রোবাস আটক করা হয় । আজ শুক্রবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত ) জানান, বৃহষ্পতিবার দিবাগত রাতে পাবনা সদর থানা পুলিশ জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর নামকস্থানে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাবনা সদর থানাধীন নয়নামতির আজমতের পুত্র আব্দুর রাজ্জাক কালু (৩৩), চাটমোহর থানার হরিপুরের আফজাল সরকারের পুত্র আরিফ(২৬), সদর থানার চক পৈলানপুরের হাবিবুর রহমানের পুত্র রিপন শেখ(৩০),সদর থানার নুরপুর পাঁচ পুকুর এলাকার ইয়াকুবের পালিত পুত্র কাওছার ওরফে গাফ্ফার (২৪)ও সদর থানার কাচারি পাড়া এলাকার মৃত ছাত্তার প্রামানিকের পুত্র বাবু ইসলা কে (৩২) আটক করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১টি কালো রঙের ঢাকা মেট্রো - চ - ১৫- ২০১৯ রেজিঃ নাম্বারের হাইচ মাইক্রোবাস, ২টি চাইনিজ কুড়াল, ধারালো তরবারী ও ছোরা সহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে। এ অভিযান চলাকালে পালিয়ে যেতে সক্ষম হয় মাইক্রোবাসের মালিক সদর থানার নুরপুর এলাকার ইয়াকুব আলীর পুত্র আমিরুল (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নামে বগুড়া সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন