ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ডাবলু মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ মে) দিনগত রাতে উপজেলার কাগমারী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ডাবলু কোটচাঁদপুর উপজেলায়র দরগাতলা রেলস্টেশনের আত্তাব মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী কামাল হোসেন জানান, রাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে’ ডাবলু মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কামাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন