মাগুরায় ডাকাত দদলের গোলাগুলিতে মিন্টু গাজী নামে ১ জন নিহত হবার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সদর উপজেলার বরইগ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত মিন্টু গাজীর বাড়ি নড়াইল জেলায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বরইগ্রামে রাত ১২টার দিকে গোলাগুলি হচ্ছে বলে খবর পায় টহল পুলিশ। এর পর ঘটনাস্থলে গেলে ওই গ্রামে একটি বাগানের মধ্যে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ওসি সাইদুর রহমান বলেন, দুদল ডাকাতের মধ্যে গোলগুলির সময় ওই ডাকাত নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন