রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে বাসায় ঢুকে সালমা নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাবেয়া নামে আরেক নারী গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, আমরা এখন ঘটনাস্থলে আছি। বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।
ওয়ারীর ডিসি ফরিদ উদ্দিন রাত সোয়া ৮টার দিকে জানান, প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। তবে তা নিয়েও সন্দেহ রয়েছে। পুরো বিষয়টি রহস্যে ঘেরা।
ঘটনা সম্পর্কে এখনও তথ্য সংগ্রহ চলছে। পুলিশ জানায়, কারা, কেন এবং কিভাবে সালমা নামের ওই নারীকে হত্যা করেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
সালমা ওই বাড়িতে ভাড়া থাকতেন। তার সঙ্গে আর কে কে থাকতেন এ বিষয়ে কিছু জানা যায়নি।
মন্তব্য করুন