শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মামুনুল, সোহেল ফিরলেও অপূর্ণ ক্যাম্প

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এখনো পূর্ণতা পায়নি জাতীয় ফুটবল দলের ক্যাম্প। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে তিন দিন আগে স্থানীয় কোচ সাইফুল বারী টিটুর অধীনে শুরু হয়েছে এই ক্যাম্প। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের ৩৬ ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করতে পারেননি টিটু। শুরুতে প্রাথমিক স্কোয়াডে ৩৪ ফুটবলার থাকলেও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে কাল ক্যাম্পে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম ও ফরোয়ার্ড সোহেল রানা। তবে এখনও আসেননি ডেনমার্ক প্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়া, শেখ জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, ডিফেন্ডার কেষ্ট কুমার ও লিংকন। জামাল ডেনমার্ক থাকার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি। আর হিমেল, কেষ্ট ও লিংকন বৃহস্পতিবার রিপোর্ট করেই ছুটি নিয়েছেন ক্লাবের ডাকে। তাই অপূর্ণ দল নিয়েই গতকাল অনুশীলনে নামেন কোচ টিটু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অ্যাস্ট্রোটার্ফে চতুর্থদিনের অনুশীলন করে জাতীয় দল। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে বেশ উৎফুল্ল জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। গতকাল ক্যাম্পে যোগ দেয়ার পর প্রথম অনুশীলনে এসে উচ্ছ¡সিত তিনি। মামুনুল বলেন, ‘প্রায় তিনমাস পর জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এ কারণেই যে, একজন ফুটবলারের সব সময়েই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে মাঠে নামার। বেশ ক’বছর আগেই আমার স্বপ্ন পূরণ হয়েছে। গায়ে চাপিয়েছি জাতীয় দলের জার্সি। বাহুতে বেঁধেছি অধিনায়কের আর্মব্যান্ড। তারপরও নিষিদ্ধ হয়েছিলাম। তাই নিষেধাজ্ঞায় পড়ে জাতীয় দলের হয়ে খেলতে না পারার যন্ত্রণা যে কতটা বেদনাদায়ক, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবারের জাতীয় দল ঘোষণা হওয়ার পর যখন দেখলাম তালিকায় আমার নাম নেই, তখন যে কি কষ্ট পেয়েছি তা বলার নয়। অবশেষে কষ্ট দূর হয়েছে। বাফুফের সদিচ্ছায় ক্ষমা পেয়েছি। খুব ভালো লাগছে অনুশীলনে আসতে পেরে। নিজেকে প্রমাণের সুযোগ আবার পেয়েছি। আমি চেষ্টা করবো দেশের পক্ষে নিজের সেরাটা দিয়ে মাঠে লড়তে।’
এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে খেলতে আগামী ২৯ মে তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে জাতীয় দল। আগামী ২ জুন তাজিকদের বিপক্ষে খেলবেন মামুনুলরা। এরপর আগামী ৭ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও তাজিকিস্তান। গুরুত্বপূর্ণ ওই দুই ম্যাচকে সামনে রেখে কাল এক বেলা অনুশীলন করলেও আজ দু’সেশন অনুশীলন করবেন জাতীয় দলের ফুটবলাররা। সকালে হোটেল পূর্বাণীতে জিম শেষে বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরাবেন সাইফুল বারী টিটুর শিষ্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন