উত্তর : বিক্রয় বা ব্যবসার উদ্দেশ্যে জমিটি কেনা হয়ে থাকলে এটি ব্যবসা পণ্য। জমি নয়। সুতরাং প্রতি যাকাত বর্ষে আপনার একক পরিমাণের ছাদকা বা যাকাত আপনাকে দিতে হবে। যখন যে বাজার দর থাকে সে হিসাবে। আর যদি বিক্রয়ের উদ্দেশ্যে কেনা না হয়, তাহলে জমির যাকাত দিতে হবে না। তা থেকে পাওয়া অকৃষি আয়ের যাকাত দিতে হবে। কৃষি আয়ের ওশর দিতে হবে। ওশর মানে এক দশমাংশ। যদি সেচ ছাড়া ফসল হয়। সেচ দিতে হলে, যাকাত বা ওশর আসবে বিশ ভাগের এক ভাগ।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন