বিএনপির বিদেশবিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চেয়ারম্যান করে ২১ সদস্যের এ কমিটি অনুমোদন করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ১৭ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দেওয়া হয়। পুনর্গঠিত এ কমিটিতে নতুন কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে কমিটির নির্বাচিত সদস্যদের চিঠি দিয়ে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ রকম কিছু না, সবাই মিলেমিশেই ফরেইন উইংয়ের কাজ করেন। দ্রুতই হয়তো কমিটির বৈঠক হতে পারে। আমরা তো নিয়মিতই বসি।
বিএনপি সূত্রে জানা যায়, আগের কমিটির সব সদস্যই নতুন কমিটিতে আছেন। নতুন সদস্য হিসেবে বিএনপির স্থায়ী কমিটির মরহুম নেতা তরিকুল ইসলামের ছেলে সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদসহ ৫-৬ জন নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন