বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ বটতলার নাটক দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ বাংলাদেশে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘বটতলা’র নাটক ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’। এটি নাটকের ১৭তম প্রদর্শনী। এ পর্যন্ত ঢাকা এবং ঢাকার বাইরে নাটকটির ১৬টি প্রদর্শনী হয়েছে। নাটকটির রচয়িতা মুহাম্মদ বেন আবদাল্লা, অনুবদ করেছেন সৌম্য সরকার এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকের শুরু অন্ধকারে একটি পরিকল্পিত বিপ্লবের মধ্য দিয়ে। মালওয়াল নামক একজন যুবকের নেতৃত্বে ক্ষমতার অন্যতম গ্রহ মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নববিপ্লবীরা। বিনা রক্তপাতে এ বিপ্লব ঘটানো হবে এমন স্পষ্ট নির্দেশ থাকলেও আমরা জানতে পারি একজন নারী খুন হয়েছেনÑ হালিমা, ইলিয়ার স্ত্রী। বিপ্লবীরা মাল্লামকে নিয়ে একটি গোপন স্থানে চলে যায়। মাল্লামকে একটি ট্রায়ালে দঁঁাঁড় করায় মালওয়ালরা। মাল্লাম মুহম্মদ ইলিয়া শুরু করে তার বয়ান। শুরু হয় নাটকের মধ্যে নাটকÑ কয়েক স্তরের নাটক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন