নগরীতে হত্যা মামলার তিন আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উত্তর আগ্রাবাদের নবী কলোনির মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম। আসামিরা হলেন, সোহেল রানা (২৮), মো. এমরান (২১) ও মো. সুমন (২৭)। সোহেলের কাছ থেকে একটি এলজি, এমরানের কাছে ৪ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এছাড়া সুমনের কোমরে তল্লাশি করে একটি ছোরা জব্দ করা হয়েছে। তারা নগরীর দাইয়াপাড়ার চাঞ্চল্যকর আব্দুল আজিজ জনি হত্যা মামলার আসামি। গত ৭ জানুয়ারি ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ জানুয়ারি জনি মারা যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন