জাতীয় জীবনে বাংলা ভাষার সমৃদ্ধি উন্নতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাভাষা সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গিকারে ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে অমর একুশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বৃহস্পতিবার কুমিল্লার সর্বস্তরের জনগণ শহীদ মিনারে গিয়ে মন-প্রাণের সবটুকু শ্রদ্ধাঞ্জলি দিয়ে স্মরণ করেছে ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কুমিল্লা সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, মহানগর আওয়ামী লীগ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাদিক হোসেন মামুন, সহসভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, সহসম্পাদক আবু মুসা, অর্থ সম্পাদক আজিজুল হকসহ নেতৃবৃন্দ। এছাড়াও রাতে বিভিন্ন সংগঠন এবং ভোরের প্রভাত ফেরি ঘিরে জেলা আওয়ামী লীগ, বিএনপি, কুমিল্লা প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের ঢল নামে কেন্দ্রিয় শহীদ মিনার অভিমুখে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন