পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রশাসন ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন। রাত ১২ টা ১ মিনিটে পাবনা সদর আসন এম.পি গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম ও প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে অমর একুশের কর্মসূচির সূচনা করেন। সকালে পাবনা জেলা আওয়ামীলীগ, বিএনপি, পাবনা জেনারেল হাসপাতাল, বিএমএ, ড্যাব, পাবনা মেডিক্যাল কলেজ, পাবনা মানসিক হাসপাতাল, পাবনা প্রেসক্লাব, স্কয়ার গ্রুপ, আইনজীবী সমিতি, পাবনা পৌরসভা, পাবনা ইউনিভার্সাল ফুড লি:, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারী পাবনা কলেজ, সরকারী শহীদ বুলবুল কলেজ, পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, স্কয়ার স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন বেসরকারী স্কুল-কলেজ, পাবনা চেম্বার এন্ড কমার্স, পাবনা ড্রামা সার্কেল, উদিচী, সাংষ্কৃতিক ঐক্যজোটসহ সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর একুশে ফেব্রয়ারীর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন