রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে ৪৬ জনের মৃতদেহ শনাক্ত করেছে স্বজনরা। আজ শুক্রবার সকালে স্বজনরা একটি মরদেহ শনাক্ত করে। এ নিয়ে মরদেহ শনাক্তের সংখ্যা ৪৬।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ড. সোহেল মাহমুদ জানান, ঢাকা মেডিকেল মর্গের ফ্রিজ নষ্ট থাকায় অশনাক্ত ২১টি মরদেহের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৫টি, সোহরাওয়ার্দী হাসপাতালে ৫টি, কুর্মিটোলায় ৩টি, হৃদরোগ হাসপাতাল ৫টি ও ঢাকা মেডিকেল জরুরি বিভাগের ফ্রিজে ৩ লাশ পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ২১ লাশ এখনো শনাক্ত হয়নি। ম্যাজিস্ট্রেটের নির্দেশ মরদেহগুলো বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত নিহতদের স্বজনরা ৪৫টি মরদেহ শনাক্ত করে নিয়ে গেছে। আজকে সকালে আরেকটা শনাক্ত হয়েছে, সেটাও স্বজনদের নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
মিটফোর্ড হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালের একটি সূত্র জানান, মধ্যরাতের পরে লাশগুলো তারা বুঝে পেয়েছে।
মন্তব্য করুন