শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঐতিহাসিক এশায়াত সম্মেলন উপলক্ষে সংগঠনের সমন্বয় পরিষদসমূহের চ‚ড়ান্ত প্রস্তুতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আগামী ২ মার্চ শনিবার ঢাকা গুলিস্থান কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এশায়াত সম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।সম্মেলনকে উপলক্ষ করে সংগঠনের সমন্বয় পরিষদ গুলো ইতোমধ্যে চুড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। রাস্তায় অলি-গলি পোস্টারিং,ব্যানার, বিলবোর্ড, প্লে-কার্ড এবং চিকার মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। প্রতিটি এলাকায় এলাকায় গণসংযোগ চলছে। প্রতিটি মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করছে। টেক্সী মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। সম্মেলনে অংশ গ্রহণের করার লক্ষ্যে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদ, ঢাকা মহানগর শাখা, হাটহাজারী ফটিকছড়ি সমন্বয় পরিষদ, উত্তর রাউজান ও দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদ, বোয়ালখালী-পটিয়া সমন্বয় পরিষদ,কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদ, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা ও দেশে অন্যান্য জেলাগুলোতে বাস ভাড়া করেছে। এশায়াত সম্মেলনে যোগদানে লক্ষে ইউরোপ, আমেরিকা. কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যেপ্রাচ্য দেশ সৌদিআরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত থেকে মুসল্লীগন আসতে শুরু করেছে। উক্ত এশায়াত সম্মেলনে সকল মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন