টাঙ্গাইলের সখিপুর দাড়িয়াপুর গ্রামে শশুর বাড়িতে বেড়াতে এসে মঙ্গলবার রাতে স্বামী শরিফ(৩২)স্ত্রী রুমা(২২)কে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শশুর বাড়ির লোকজন শরিফকে আটকে রেখে আজ বুধবার সকালে সখিপুর থানায় সোপর্দ করেছে। সখিপুর থানা পুলিশ বুধবার সকালে রুমার লাশ ও শরিফকে থানায় নিয়ে এসেছে। দেড় মাস পূর্বে বাসাইল উপজেলার শুন্যা দক্ষিন পাড়ার সিংগাপুর প্রবাসী লুৎফরের ছেলে শরিফের সাথে সখিপুর উপজেলার দাড়িয়াপুর দক্ষিনপাড়া গ্রামের আব্দুর রউফ এর মেয়ে রুমার বিবাহ হয়। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া করার পর স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়ে শশুর বাড়ির লোকজন আজ বুধবার সকালে ঘরে গিয়ে দেখে রুমা মারা গেছে এবং তার গলায় আঙ্গুলের দাগ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন