উত্তর : থাকবে না। কারণ, মা সম্পত্তির মালিক হওয়ার আগেই মারা গিয়েছেন। তবে, এক্ষেত্রে একটি পদ্ধতি আছে, যা প্রয়োগ করা নানার দায়িত্ব ছিল। তিনি ইচ্ছা করলে মায়ের পাওনার পরিমাণ বা কিছু কম বেশি (তা অবশ্যই যেন মোট সম্পত্তির এক তৃতীয়াংশের অধিক না হয়।) অসীয়ত করে যেতে পারতেন। তাহলে বঞ্চিত নাতী/নাতনীরা কিছু পেয়ে যেত। এ বিষয়ে সচেতনতা বা জ্ঞান না থাকায় বঞ্চিতরা কষ্ট পায়, আবার অনেকে ইসলামের উত্তরাধিকার বিধান সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য করে। তবে, যুক্তি খুবই সহজ। কেননা, যে মুরব্বীর মৃত্যুর পর তার বেঁচে থাকা সন্তানাদি সম্পত্তি পায়, সেখানে যে সন্তান আগেই মারা গেছে কিংবা যে সন্তান হয়ইনি তারা কীভাবে পেতে পারে? এখানে পাওয়ার শরীয়তি পন্থা হচ্ছে দাদার অসীয়ত এবং তার রেজিষ্ট্রি করে দিয়ে দেওয়া।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন