শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নারীরা আর পিছিয়ে নেই ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষের সমতার নতুন বিশ্ব গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও তৃণমূলের পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, এখন নারীরা আর পিছিয়ে নেই। নারীরা পুরুষের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। নারীদের চলার পথে যে বাধা আছে তা নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন