চলে গেলেন ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সাইফুল আজম কাসেম। আজ সোমবার (১১ মার্চ) সকাল ৯ টায় রাজধানীর অ্যাপোলো হাসপতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেল ১ মার্চ সাইফুল আজম কাসেমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ওনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। কিন্তু হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটে। এবং আজ সকাল ৯টার দিকে তিনি মারা যান।
আজ সোমবার (১১ মার্চ) বাদ আসর আজমের দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে আনা হয় তার মরাদেহ। এফডিসিতে জানাযার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
এদিকে আজমের দীর্ঘদিনের সহকর্মীরা তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন। পরিচালক সমিতি সহ চলচ্চিত্রের সবগুলো সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতারা।
উল্লেখ্য, নন্দিত এই নির্মাতা ১৯৪৭ সালে ৩১ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। তার নির্মিত চলচ্চিত্রের তাকিকায় রয়েছে- ‘অন্তরালে’, ‘সোহাগ’, ‘ঘর সংসার’, ‘বৌরাণী’, ‘সানাই’, ‘ধন দৌলত’, ‘দুনিয়াদারী’, ‘হালচাল', ‘ভরসা’, ‘স্বামীর আদেশ’, ‘ত্যাজ্যপুত্র’ ইত্যাদি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন