শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার আইফ্লিক্সে ফাগুন হাওয়ায়

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৯৫২ সালের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ফাগুন হাওয়া দর্শক, সমালোচক এবং বোদ্ধামহলে প্রশংসা কুড়িয়েছে। এখনো দেশে ও দেশের বাইরে বেশকিছু সিনেপ্লেক্সে চলছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ১১৬তম এই চলচ্চিত্রটি। তৌকীর আহমেদ পরিচালিত আলোচিত এই চলচ্চিত্রটি এখন দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আইফ্লিক্সে।এ উপলক্ষ্যে চ্যানেল আই-এর ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই-এর পরিচালক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং ‘ফাগুন হাওয়ায়’-এর নির্মাতা তৌকীর আহমেদ। আইফ্লিক্সের পক্ষে চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া এবং আইফ্লিক্সের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম। এ সময় উপস্থিত ছিলেন ‘ফাগুন হাওয়ায়’-এর জুটি তিশা ও সিয়াম এবং ইমপ্রেস টেলিফিল্মের কনসাল্টেন্ট (ফিল্ম) ও চলচ্চিত্র পরিচালক আবু শাহেদ ইমন। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ইমপ্রেস বরাবরই দেশীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে চলচ্চিত্র নির্মাণ করে আসছে। মুক্তিযুদ্ধের উপর এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়। তবে ভাষা আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্র নির্মাণের যে অভাব দীর্ঘদিন ধরে ছিলো, ‘ফাগুন হাওয়ায়’ এর মধ্য দিয়ে সেই অভাব কিছুটা হলেও ঘুচলো। এ কারণেই হলে মুক্তির পর পরই আরো বেশি মানুষের কাছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। যেন দেশে ও দেশের বাইরে তরুণ প্রজন্ম চলচ্চিত্রটি দেখে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কিছুটা হলেও আঁচ করতে পারে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন