শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খালেদা জিয়া বিনা অপরাধে কারাভোগ করছেন

মানিকগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এখন অত্যন্ত সঙ্কটময় মুহুর্ত অতিক্রম করছে। গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে রাজনৈতিক কারণে কারাভোগ করছেন। আমরা দলকে এখন সুসংগঠিত করতে কাজ করছি। পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও জনগনের দাবি ও অধিকার আদায়ে কাজ করছি।
তিনি গতকাল (শনিবার) দুপুরে বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকীতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাটুরিয়ায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন একজন বর্ণাঢ্য জীবনের অধিকারি। বিএনপির সঙ্কটময় মুহুর্তে তিনি দলকে সুসংগঠিত করে রেখেছিলেন। বিএনপির এই ক্রান্তিকালে তার মত নেতাকে আমরা বার বার স্মরণ করছি।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল হামিদ ডাবলু, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আকবর হোসেন বাবলুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন