জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালাই উপজেলার পুনট মধ্যপাড়া গ্রামের আফতাব সরকার (৫৫) এবং মাইশ্বা পাড়ার রতন (৪৮)। আহতরা হলেন- রানা মিয়া, মুসা, বায়েজিদ, সোবাহান, মহসিন আফতাব।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিফ জানান, দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল, এরই সূত্র ধরে মোসলেমগঞ্জ বাজারে শনিবার রাতে কয়েকটি দোকান ভাংচুরের মাধ্যমে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে পুনট বাজার থেকে আওয়ামী লীগের এক গ্রুপের সমর্থকরা মোসলেমগঞ্জ বাজারে যাওয়ার পথে বাজারে অবস্থানরত আওয়ামী লীগের অপর গ্রুপের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে নয়জন আহত হন। পরে ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে আহতদের মধ্যে আফতাব ও রতনের মৃত্যু হয়।
তিনি জানান, আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন