তুরস্ক প্রথমে একটি বিমানঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েন করবে। দেশটির মুরতেদ বিমানঘাঁটিতে প্রথম মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। আগে এটি আকিনচি বিমানঘাঁটি নামে পরিচিত ছিল। তুর্কি সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ইয়েনি সাফাক এ খবর দিয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।
খবরে বলা হয়েছে, এস-৪০০ তুরস্কের বিভিন্ন স্থানে পাঠানোর প্রধান কেন্দ্র হিসেবেও এ ঘাঁটিতে ব্যবহার করা হবে। অবশ্য পরে এ ঘাঁটি থেকে অন্যস্থানে এস-৪০০ সরিয়ে নেয়া হতে পারে বলেও জানান হয়।
এর আগের খবরে বলা হয় যে, তুরস্ককে চলতি বছরের জুলাই মাসে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া। এ ব্যবস্থা নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে।
উল্লেখ্য, সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ তুরস্ক মার্কিন চাপ উপেক্ষা করেই এস-৪০০ কিনতে যাচ্ছে। আঙ্কারা বলছে, সার্বভৌম ও আঞ্চলিক রাজনীতির স্বার্থেই রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দরকার তাদের।
মন্তব্য করুন