শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের ভূমিকম্পের পর ১,১৪,০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে: এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩১ পিএম

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় ১ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, সোমবার হাতায় প্রদেশে সফরকালে প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন।

প্রেসিডেন্ট স্থানীয় টিভিকে বলেন, ‘পরিষ্কারের কাজ প্রায় শেষের দিকে, ১ লাখ ১৪ হাজার ৮৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।’

দুটি শক্তিশালী ৭.৭-মাত্রা এবং ৭.৬-মাত্রার ভূমিকম্প ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বে অবস্থিত কাহরামানমারাস প্রদেশে কেঁপে ওঠে। কম্পন, যার পরে কয়েকশ আফটারশক, সিরিয়া সহ দশটি প্রদেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলিতে অনুভূত হয়েছিল।

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে, তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) রোববার জানিয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ভূমিকম্পে অন্তত ১,৪১৪ জন নিহত এবং ২,৩৪৯ জন আহত হয়েছে। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন