কুষ্টিয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে যান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শ্রদ্ধা জানানো শেষে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বক্তব্য রাখছিলেন। এ সময় পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল থেকে জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১১জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করলেও কি কারণে তাদের আটক করেছেন তা নিশ্চিত করেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন