বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শেখ রাসেলকে উৎসর্গ করে গান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে উৎসর্গ করে গান লিখেছেন কবি-গীতিকার সুজন হাজং। ‘রাসেল আমাদের স্বাধীনতা’ শিরোনামে গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। গানটির সুর করেছেন যাদু রিছিল। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক মুহিন। সুজন হাজং বলেন, শেখ রাসেলের আত্মত্যাগ আমাদের স্বাধীনতাকে আরো মহান করেছে। এই দেশটাকে ভালোবেসে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন। অথচ এই দেশের স্বাধীনতার মহান কারিগর তিনিই। এ কারণেই শেখ রাসেলকে স্মরণ করে গানটি আমি লিখেছি। গানটি তাঁকেই উৎসর্গ করেছি। কণ্ঠশিল্পী মুহিন বলেন, চমৎকার কথার গান। গানটির মাধ্যমে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজকের এই মাথা উচুঁ বাংলাদেশের পেছনে বঙ্গবন্ধু পরিবারের যে আত্মত্যাগ, তা স্মরণ করা হয়েছে। গানটি গাইতে পেরে আমারো ভালো লেগেছে। গানটি সুজন হাজংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন