শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বাণিজ্যযুদ্ধ পরিস্থিতি তৈরি করছে ইইউ : মাহাথির

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

পাম অয়েলের ব্যবহার কমাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গৃহীত নীতিমালাকে ‘চূড়ান্ত অন্যায্য’ বলে উল্লেখ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এর মধ্য দিয়ে ইইউ বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মালয়েশীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ। ইন্দোনেশিয়ার পরেই এর অবস্থান। শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন ও লাখো কর্মসংস্থানের জন্য পাম অয়েলের ওপর নির্ভরশীল মালয়েশিয়া। এ মাসে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়, পাম অয়েল উৎপাদন করতে গিয়ে ব্যাপকভাবে বন উজাড় হচ্ছে। ২০৩০ সাল নাগাদ পরিবহন জ্বালানি হিসেবে এর ব্যবহার বন্ধের তাগিদ দেয় ইইউ। বৃহস্পতিবার ৯৩ বছর বয়সী মাহাথির বলেছেন, পাম অয়েলের প্রতি ক্রমাগত শত্রুতাপূর্ণ মনোভাব দেখাচ্ছে ইইউ। চকোলেট থেকে শুরু করে লিপস্টিক পর্যন্ত বিভিন্ন পণ্যে এর ব্যবহার হয়। পাম অয়েলের বিকল্প তৈরি করছে রাই সরিষা তেল। আর একে সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা হিসেবে পাম অয়েল বন্ধ করতে চাইছে ইইউ। লংকাবিতে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মাহাথির বলেন, ‘বাণিজ্যযুদ্ধে জেতার জন্য এ ধরনের কাজ করাটা অন্যায্য। আমরা বাণিজ্যযুদ্ধ চাই এমনটা নয়, তবে অন্যদিকে অসহায় দরিদ্রদের নিঃস্ব করতে ধনীদের চালানো প্রচেষ্টা চূড়ান্তভাবে অন্যায্য।’ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন