বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোলায় ধনিয়ায় স্কুলের সামনে চটপটি বিক্রিতে বাধা দেয়ায় শিক্ষককে মারধর

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ৭:৪৪ পিএম

ভোলা সদর উপজেলায় বিদ্যালয়ের সামনে চটপটি বিক্রিতে বাঁধা দেয়ায় মো. মহিউদ্দিন নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষক উপজেলার ধনিয়া ইউনিয়নের এ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোট আলগী গ্রামে বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন অভিযোগ করে বলেন, ভোলা পৌরসভার পৌর আলগী এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে চঞ্চল প্রতিদিন তার বিদ্যালয়ের সামনে চটপটি বিক্রি করে। এর কারনে সেখানে বখাটে ছেলেরা আড্ডা দেওয়ায় শিক্ষার্থীদের ক্লাশ করতে অসুবিধা হয়। তাই তাকে সেখানে চটপটি বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু চঞ্চল কোনো ভাবেই সেখানে চটপটি বিক্রি করা বন্ধ করেনি। সর্বশেষ গত কয়েকদিন আগে তাকে বিদ্যালয়ের সামনে চটপটি বিক্রি করতে বাধা প্রদান করে। এ কারনেই বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের আসার পথে বিদ্যালয়ের পাশে বৈদ্য বাড়ীর মসজিদের সামনে আসলে চঞ্চল ও স্ত্রীসহ ৪/৫ জন মিলে তাকে লাঠিসোটা দিয়ে বেধরক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মাওলানা মো. মহিউদ্দিন বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় চঞ্চলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এব্যাপারে অভিযুক্ত চঞ্চলকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, আহত শিক্ষক আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছে। অভিযুক্ত চঞ্চলকে আটক করতে পুলিশি অভিযান চালছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন