ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৪৮ তম শাহাদত বার্ষিকী দায়সাড়া ভাবে পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সংগ্রহশালায় জাতীয় পতাকা উত্তোলন করেন বীর শ্রেষ্ঠের বড় বোন জহুড়া বেগম। এসময় কয়েকজন এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেয়। পরে এখানে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন শেষে সালামতপুরে তার নিজবাড়িতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শেষে কাঙালী ভোজের আয়োজন করা হয়।
এদিকে দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী এ বীর শ্রেষ্ঠরে শাহাদত বার্ষিকীকে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে কোন প্রতিনিধি না থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। তারা বীর শ্রেষ্ট মুন্সী আব্দুর রউফের শাহাদত বার্ষিকী পালনের সরকারী সহযোগীতার পাশাপাশি এলাকায় দিনটি রাষ্ট্রিয়ভাবে পালনের দাবী করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন