শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীর জরিমানা

রাজবাড়ী জেলা সংবাদদাতা ও বালিয়াাকাান্দি(রাজবাড়ী)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৫:০৩ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীর ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

উপজেলার হাসপাতাল সড়কের শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মামুন মোল্ল্যাকে ৩০ হাজার, আমতলা বাজারের সেতু সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিকে ৫ হাজার ও পল্বক সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিকে ২ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সালের ৩৭/৫২ ধারায় ৩ ব্যবসায়ীর সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খ্যাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খ্যাদ্য পরিদর্শক মো.পনিরুজ্জামান পনিরসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন