শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

চাঁদপুরে ৩দিনব্যাপী জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু

চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ২:৩৯ পিএম

আট জেলার অংশ গ্রহনে চাঁদপুরে ৩ দিনব্যাপী জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের বড় স্টেশন মোলহেডে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন স্বাগতিক চাঁদপুর জেলা বনাম হবিগঞ্জ জেলা দল। এতে চাঁদপুর জেলা দল ৫৮-৩৫ পয়েন্টে হবিগঞ্জ জেলা দলকে পরাজিত করে।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় অংশগ্রহনকারী জেলাগুলো হচ্ছে-চাঁদপুর, হাবিগঞ্জ, সিলেট, ফেনি, নরসিংদী, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন